ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিশুর ঘাড়ে কামড় দিয়ে নিয়ে গেল কুকুর, পরে মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
শিশুর ঘাড়ে কামড় দিয়ে নিয়ে গেল কুকুর, পরে মৃত্যু

ঢাকা: রাজধানীর মুগদায় কুকুরের কামড়ে আলামিন নামে তিন বছরের এক শিশু মারা গেছে। সে ঘরের সামনেই খেলছিল।

কুকুরটি তাকে কামড়ে অনেকদূর পর্যন্ত নিয়ে যায়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরের দিকে মুগদা-মান্ডা প্রথম গলি এলাকায় একটি টিনশেড বাড়ির সামনে শিশুটিকে কুকুর কামড়ে দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আলামিন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার পূর্বজয়কান্দি গ্রামের সিএনজিচালক কবির হোসেনের সন্তান। তাদের বর্তমান ঠিকানা  মুগদা-মান্ডা প্রথম গলির আব্দুল হাইয়ের টিনশেড বাড়ি। আলামিনের মা রিপা আক্তার। তাদের আরও একটি সন্তান আছে।  

আলামিনের চাচা নবী হোসেন জানান, দুপুরের দিকে টিনশেড ঘরের সামনে খালি জায়গায় অন্য বাচ্চাদের সঙ্গে খেলার সময় একটি কুকুর আলামিনের কানে ও ঘাড়ে কামড়ে অনেকদূর পর্যন্ত নিয়ে যায়। পরে কুকুরের কাছ থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সে মারা যায়।  

তিনি জানান, কুকুরটি গত এক থেকে দেড় মাস আগে কয়েকটি বাচ্চা দিয়েছে। পাশের একটি ভবনের নিচে কুকুরটি থাকে।  

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর জানান, এই বিষয়ে এখনো কোনো সংবাদ পাইনি। তবে খোঁজ নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।