ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খেলা দেখার সময় হার্ট অ্যাটাক, আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
খেলা দেখার সময় হার্ট অ্যাটাক, আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

বরিশাল: বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়ার মধ্যকার সেমিফাইনাল খেলা দেখার সময় হৃদরোগে আক্রান্ত (হার্ট অ্যাটাক) হয়ে উপেন চন্দ্র মন্ডল (৫৫) নামে এক আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে বরিশালের গৌরনদীতে নিজ বাসায় এ ঘটনা ঘটে।

মৃত উপেন চন্দ্র মন্ডল গৌরনদী পৌরসভার টরকীর চর মহল্লার মৃত উমেষ চন্দ্র মন্ডলের ছেলে।

বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে নিহতের ভাগ্নে সুমন বাড়ৈ জানান, তার মামা দীর্ঘদিন প্রবাসে ছিলেন। তিনি (উপেন চন্দ্র মন্ডল) আর্জেন্টিনার কট্টোর সমর্থক ছিলেন। মঙ্গলবার রাত ১টার দিকে নিজ ঘরে বসে টেলিভিশনে খেলা দেখছিলেন তার মামা উপেন চন্দ্র মন্ডল। খেলা চলাকালীন আর্জেন্টিনা প্রথম গোল করার পর উত্তেজনায় হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরবর্তীতে তাকে প্রথমে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে এ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেয়ার পথে ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।

বুধবার দুপুরে পারিবারিক শ্মশানে উপেন চন্দ্র মন্ডলের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলেও জানান সুমন বাড়ৈ।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
এসএম/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।