ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিজয়পুরে ট্রেনে ধাক্কায় শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২২
বিজয়পুরে ট্রেনে ধাক্কায় শ্রমিকের মৃত্যু সংগৃহীত ছবি

কুমিল্লা: কুমিল্লার বিজয়পুরে ট্রেনে ধাক্কায় ইরাজুল ইসলাম (৩০) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

 মৃত ইরাজুল কুড়িগ্রাম সদর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।  

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কুড়িগ্রাম থেকে দল বেঁধে শ্রমিকরা কুমিল্লায় আসেন। সঙ্গে আসেন ইরাজুল। কুমিল্লার বিজয়পুরে প্রতিদিন মানুষের হাট বসে। হাটটি বিজয়পুর স্কুল ছাড়িয়ে রেললাইন পর্যন্ত চলে যায়। প্রতিদিনের মতো বিজয়পুর স্কুলের সামনের রেললাইনে খরিদদারের জন্য অপেক্ষায় ছিলেন ইরাজুল। হঠাৎ ট্রেন আসার শব্দে দৌড়ে রেললাইন ত্যাগ করলেও ফেলে আসেন নিজের জামা-কাপড় ও জিনিসপত্রের ব্যাগ। পরে ব্যাগের জন্য আবার ছুটে যান রেললাইনের ওপর। এ সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ইরাজুলের মৃত্যু হয়।  

লাকসাম রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।