ঢাকা, বৃহস্পতিবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৩ মে ২০২৪, ১৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

বঙ্গবন্ধু সেতু‌তে টোল আদায় বন্ধে ১৪ কি.মি. যানজট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২২
বঙ্গবন্ধু সেতু‌তে টোল আদায় বন্ধে ১৪ কি.মি. যানজট

টাঙ্গাইল: টাঙ্গাই‌লে ঘন কুয়াশার কার‌ণে বঙ্গবন্ধু সেতু‌তে টোল আদায় বন্ধ থাকায় মহাসড়‌কে ১৪ কিলোমিটার এলাক‌াজুড়ে যানজটের সৃ‌ষ্টি হ‌য়। প‌রে সকাল ৮টা থে‌কে সেতু‌তে টোল আদায় শুরু হ‌লে যানবাহন চলাচল শুরু হয়।

রোববার (১৮ ডি‌সেম্বর) ভোর সা‌ড়ে ৪টা থে‌কে সকাল ৮টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু‌তে টোল আদায় বন্ধ রাখা হয়।  

এতে ঢাকা-টাঙ্গ‌াইল-বঙ্গবন্ধু সেতু‌ মহাসড়‌কের বঙ্গবন্ধু সেতু-পূর্ব থেকে কা‌লিহাতীর এলেঙ্গা পর্যন্ত পরিবহ‌নের যানজট তৈ‌রি হ‌য়।

বঙ্গবন্ধু সেতু ট্রা‌ফিক ক‌ন্ট্রোল রুম সূ‌ত্রে জানা গে‌ছে, র‌োববার ভোররাত থে‌কে ঘন কুয়াশার প‌রিমাণ বে‌ড়ে যায়। এতে দৃষ্টিসীমা ৪০ মি‌টা‌রের কম হওয়ায় সেতু‌তে দুর্ঘটনা এড়া‌তে উভয় পার্শ্বেই টোল আদায় বন্ধ রাখে কর্তৃপক্ষ।

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী ব‌লেন, ঘন কুয়াশার কার‌ণে কিছুই দেখা যা‌চ্ছে। এর ফলে দুর্ঘটনা এড়া‌তে সেতু‌তে প্রায় সা‌ড়ে তিন ঘণ্টা টোল আদায় বন্ধ রাখা হয়। বর্তমা‌নে কুয়াশার প‌রিমাণ ক‌মে যাওয়ায় টোল আদায় শুরু হ‌য়েছে।

বঙ্গবন্ধু সেতু-পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শ‌ফিকুল ইসলাম ব‌লেন, ঘন কুয়াশার কার‌ণে সেতুতে টোল আদায় বন্ধ থাকায় মহাসড়‌কে প‌রিবহ‌নের দীর্ঘ সারির সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। সকাল ৮টার পর টোল আদায় শুরু হওয়ায় প‌রিবহন চলাচল শুরু হ‌য়েছে।

বাংলাদেশ সময়: ০৮৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২২
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।