ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২২
রাজধানীতে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর নন্দিপাড়া এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে আজিজুর রহমান (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (১৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে পশ্চিম নন্দিপাড়া তিতাস রোড এলাকায় এ ঘটনা ঘটে।

আজিজুরের চাচা মো. মমিন হোসেন জানান, নন্দিপাড়ার নির্মাণাধীন আটতলা ভবনে রড মিস্ত্রির কাজ করতেন আজিজুর। সকালে ভবনের ছয়তলায় ছাদের পাশে বাড়তি রড কাটছিলেন। সেখান থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।

মুমূর্ষু অবস্থায় আজিজুরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজিজুরের বাড়ি গাইবান্ধার সাঘাটা থানার কচুয়া গ্রামে। বর্তমানে তিনি ওই ভবনেই থাকতেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, আহত অবস্থায় ওই নির্মাণ শ্রমিককে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি খিলগাঁও থানাকে জানানো হয়েছে।

এজেডএস/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।