ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে প্রাণ গেল যুবকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২২
চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে প্রাণ গেল যুবকের প্রতীকী ছবি

নওগাঁ: নওগাঁর রাণীনগরে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কাজল চরণ (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (১৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে খুলনা-চিলাহাটীগামী রূপসা ট্রেন রাণীনগর রেলস্টেশন অতিক্রমের সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাজল উপজেলার খট্রেশ্বর হাদি পাড়া গ্রামের কালীচরনের ছেলে।

রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশন লিডার (ভারপ্রাপ্ত) আরএ শামিম হোসেন বলেন, রোববার দুপুর ২টার দিকে খুলনা-চিলাহাটীগামী রূপসা ট্রেন রাণীনগর রেলস্টেশন অতিক্রম করছিল। এ সময় চলন্ত ট্রেন থেকে কাজল স্টেশনে নামতে গেলে ট্রেনের নিচে পড়ে যায়। এতে তার শরীর থেকে এক হাত বিচ্ছিন্নসহ বিভিন্নস্থানে গুরুতর আঘাত প্রাপ্ত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম সেখানে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সান্তাহার জিআরপি থানার ওসি মুক্তার হোসেন বলেন, ঘটনা লোকমুখে শুনেছি। তবে এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষের কেউ এখন পর্যন্ত জানায়নি। অভিযোগ পেলে সে অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২২
জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।