ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কাশিমপুর কারাগারে বন্দির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২২
কাশিমপুর কারাগারে বন্দির মৃত্যু ফাইল ছবি

গাজীপুর: মাদক মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি এক ব্যক্তি মারা গেছেন।

রোববার (১৮ ডিসেম্বর) বেলা পৌনে ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বন্দির নাম মো. সুজন (৩৬)। তার বাড়ি শরিয়তপুরের পালং থানার চিকন্দী এলাকায়। কেন্দ্রীয় কারাগার-২ এ তার হাজতি নম্বর ২১৮৮/১৮।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম জানান, দুপুরে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন সুজন। পরে তাকে কারাগারে প্রাথমিক চিকিৎসা দিয়ে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে সুজনকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে তেজগাঁও থানায় মাদক দ্রব্য আইনে মামলা নম্বর ১১(২)২০১৮ রুজু ছিল। তিনি ২০১৮ সাল থেকে কারাগারে বন্দি ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৮০০, ডিসেম্বর ১৮, ২০২২।  
আরএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।