ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২২
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের যুবক নিহত

ময়মনসিংহ: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার কবির হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত কবির হোসেন উপজেলার যশরা ইউনিয়নের বখুরা গ্রামের মো. ওয়ায়েজ উদ্দিনের ছেলে।

তিনি মদিনার একটি কোম্পানির গাড়ি চালাতেন।

শনিবার (১৭ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যার পর মদিনা প্রদেশের ইয়ানবু শহরে এ দুর্ঘটনা ঘটে।

যশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম রিয়েল এ তথ‍্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার সন্ধ্যার পর কবির রাস্তার পাশে  গাড়ি থামিয়ে রেখেছিলেন। এসময় পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।  

নিহতের চাচাতো ভাই সোহেল মিয়া বলেন, দীর্ঘ ১৫ বছর সৌদি আরবে ছিলেন কবির। তিন বছর আগে বাড়িতে এসে বিয়ে করে আবার সৌদিতে ফিরে যান। কিছুদিনের মধ্যে আবার দেশে আসার কথা ছিল। কিন্তু তা আর হলো না।  

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।