ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হাজীগঞ্জে মহিলা জামায়াতের ১১ কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২২
হাজীগঞ্জে মহিলা জামায়াতের ১১ কর্মী আটক

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকার কাতার-ক্যানেডা (কিউসি) ভবনের কাতার অংশের ১১তম তলা থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন মহিলা জামায়াতের ১১জন কর্মীকে আটক করা হয়েছে।

রোববার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় ওই ভবনের ভাড়াটিয়া হাজীগঞ্জ উপজেলা কৃষি অফিসের অবসরপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবদুস সালামের বাসা থেকে গোপন বৈঠক চলা অবস্থায় তাদেরকে আটক করা হয়।

রাতে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবায়ের সৈয়দ।

ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। ওই বাসা থেকে কিছু বই ও টাকা উত্তোলন করার রশিদ উদ্ধার করা হয়েছে। আটক নারী জামায়াত কর্মীদের বিষয়ে যাচাই বাছাই চলছে। এই মুহুর্তে তাদের নাম ঠিকানা বলা যাবে না। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২২
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।