ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

উল্লাস করতে গিয়ে খালে পড়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
উল্লাস করতে গিয়ে খালে পড়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু রাকিব

যশোর: যশোরের ঝিকরগাছায় বড়পর্দায় কাতার বিশ্বকাপের ফাইনাল খেলা উপভোগকালে উল্লাস করতে গিয়ে রাকিব (২২) নামে একজন আর্জেন্টিনার সমর্থকের মৃত্যু হয়েছে।

রোববার (১৮ ডিসেম্বর) রাতে শহরের পৌর এলাকার কাটাখাল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত রাকিব পৌরসভার ২নং ওয়ার্ডের কৃষ্ণনগর ধোপাপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ফাইনাল খেলার শুরুর দিকে আর্জেন্টিনা দ্বিতীয় গোল করলে অন্যদের মতো রাকিব উল্লাসে মেতে ওঠে। একপর্যায়ে রাকিব কাটাখাল ব্রিজের দক্ষিণ পাশে খালের মধ্যে পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পায় এবং শরীরে রডের আঘাত লাগে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০৯৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
ইউজি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।