ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাসের আগুন ছড়িয়ে পড়ল গোডাউনে, পরে নির্বাপন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
বাসের আগুন ছড়িয়ে পড়ল গোডাউনে, পরে নির্বাপন

ঢাকা: রাজধানীর বাংলামোটরে ‘সেন্টমার্টিন’ নামের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পাশের একটি ভবনের গোডাউনেও আংশিক আগুন ছড়িয়ে পড়ে।

পরে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করে আগুন নিভিয়েছে।

সোমবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে দীর্ঘ সময় কাজ করে রাত ১০টা ৭ মিনিটে দিকে আগুন নির্বাপন করতে সক্ষম হয়।  

ফায়ার সার্ভিস সদর দফতর থেকে ডিউটি অফিসার এরশাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, বাংলামোটর এলাকায় সেন্টমার্টিন নামে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পাশে থাকা ভবনের একটি গোডাউনে সেই আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে বাসের ও গোডাউনের আগুন সম্পূর্ণ নির্বাপন করে ফেলে।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাত এখনো জানা যায়নি। বিস্তারিত রিপোর্ট পেলে জানা যাবে। বাসটি চলন্ত অবস্থায় ছিল কিনা সেটাও রিপোর্টের ভিত্তিতে জানা যাবে। হতাহতের সংবাদ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
এজেডএস/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।