ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাগুরায় তীব্র শীতে হাসপাতালে বাড়ছে শিশুরোগী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
মাগুরায় তীব্র শীতে হাসপাতালে বাড়ছে শিশুরোগী

মাগুরা: জেলার বেড়েছে শীতের প্রকোপ। পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগ।

হাসপাতালগুলোয় বেড়েছে শিশুরোগী। মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিউমোনিয়া ও ডায়ারিয়াজনিত রোগে বহু শিশু ভর্তি হয়েছে বলে জানা গেছে।

হাসপাতালে শিশুরোগীর সংখ্যা বাড়ার পাশাপাশি বাড়ছে আক্রান্তদের স্বজনদের অভিযোগ। জানা গেছে, হাসপাতালে টয়লেটজনিত সমস্যা প্রকট। ওষুধ ও চিকিৎসাসেবা মিললেও টয়লেটে সমস্যায় তাদের বেশি ভুগতে হচ্ছে।

চিকিৎসকদের দাবি, শীত মৌসুম শুরু হওয়ার পর থেকে হাসপাতালে শিশু-বৃদ্ধসহ নানা বয়সী রোগী ভর্তি হওয়ায় তাদের সেবা প্রদানে হিমশিম খেতে হচ্ছে।

জেলা সদর হাসপাতালে ২৫০ শয্যার মধ্যে বিশটি শিশুদের। ওয়ার্ডে এখন পর্যন্ত ভর্তি রোগী সংখ্যা ১৩৪। ডায়রিয়া রোগীর সংখ্যা ৭১। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৬৩ জন। এ ছাড়া শ্বাসকষ্ট ও অন্যান্য রোগ নিয়েও ভর্তি আছে বহু শিশু। হাসপাতালে অবস্থান করছেন রোগী প্রতি অন্তত দুজন স্বজন।

গত নভেম্বরে শিশু ওয়ার্ডে মৃত্যু হয়েছে ৮ জনের। ডিসেম্বরে এক শিশু মারা গেছে।

শিশু ওয়ার্ডে আসা রোগীর স্বজনদের অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসপাতাল কৃর্তপক্ষ জানিয়েছে, শয্যা সংকটের কারণে শিশুদের মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। রোগীর সঙ্গে আসা স্বজনদের আধিক্যের কারণে সেবা দেওয়া স্থানগুলো ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে না। এ ছাড়া আর কোনো সমস্যা নেই।

সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মোবাসার বেগম বলেন, শয্যা ২০টি হলেও প্রতিদিন একশর উপরে রোগী থাকে। একেক রোগীর সঙ্গে অন্তত ২-৩জন স্বজন থাকেন। এতে করে সেবা দেওয়ায় সমস্যা হয়। তাদের বুঝিয়ে বললেও লাভ হয় না। এর মধ্যে তাদের অভিযোগের কমতি নেই। সব মিলিয়ে আমাদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।

হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) বিকাশ বিশ্বাস বলেন, শিশুসহ হাসপাতালে প্রচুর রোগী ভর্তি। ২৫০ শয্যার জায়গায় প্রতিদিন সাড়ে চারশোর বেশি রোগী ভর্তি থাকে। এর মধ্যে জনবলের তীব্র সংকট রয়েছে। ৫৮ চিকিৎসকের জায়গায় রয়েছে মাত্র ২০ জন। অল্প সংখ্যক জনবল দিয়ে চিকিৎসা সেবা চলছে। শীত পুরোপুরি পড়তে শুরু হলে আরও রোগী বাড়বে। এর মধ্যে জনবল নিয়োগের দাবি করেন আরএমও বিকাশ বিশ্বাস।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।