ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নওগাঁয় ফেনসিডিলসহ বাবা-ছেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
নওগাঁয় ফেনসিডিলসহ বাবা-ছেলে আটক

নওগাঁ: নওগাঁর ধামুরহাট উপজেলা থেকে ফেনসিডিলসহ বাবা-ছেলেকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। এ সময় তাদের কাছে থেকে ১৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-৫ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।  

এর আগে মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাত ১২টার দিকে নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন চকরহমতপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন-ধামুরহাট উপজেলার বাদদিঘি এলাকার সফিকুল ইসলাম (৫২) ও তার ছেলে সবুজ হোসেন (৩২)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসামিরা দীর্ঘ দিন ধরে নেশা মাদক বিক্রি করে আসছিলো। এরই পরিপ্রেক্ষিতে রাত ১২টার দিকে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ বাবা-ছেলেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।