ঢাকা: প্রাণীসম্পদ উৎপাদনে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে গবাদি পশুর খাদ্য ব্যবস্থাপনা সহজ হবে, অসুস্থ প্রাণীর লক্ষণ ৪৮ ঘণ্টা আগেই জানা যাবে। এমনকি গবাদি পশুর প্রজননের সঠিক সময়ও জানা যাবে।
গবাদিপশু উৎপাদনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল ভবনের এএসভিএম অনুষদের কনফারেন্স কক্ষে এক সেমিনারে এ তথ্য জানানো হয়েছে।
আদর্শ প্রাণীসেবা লি. এর সহযোগিতায় শেকৃবির এনিম্যাল প্রোডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনিম্যাল সাইন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. লাম ইয়া আসাদ।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন চার্লস স্টুয়ার্ড বিশ্ববিদ্যালয় (অস্ট্রেলিয়া) এর সহযোগী অধ্যাপক ড. আসাদ কবির এবং প্রাণীসেবা লি. এর হেড অব অপারেশন ডা. রেজাউল আলম রেজা। সেমিনারে বক্তারা এদেশে গবাদিপশু উৎপাদনে কৃক্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) ব্যবহারের সুযোগ-সুবিধা নিয়ে আলোচন করেন। বক্তারা চতুর্থ শিল্প বিপ্লবের জন্য নিজেদের প্রস্তুত করতে আধুনিক স্মার্ট প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্য ভাইস চ্যান্সেলর বলেন, আমাদের চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় অন্যান্য শিল্পের পাশাপাশি প্রচলিত প্রাণীসম্পদ উৎপাদনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আধুনিক প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করতে হবে। আমাদের গবেষণা বাড়াতে হবে নতুন নতুন প্রযুক্তি ব্যবহার ও তা কৃষকের মাঝে ছড়িয়ে দিতে হবে। কৃষিতে কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তা তথা অধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।
সেমিনারের সভাপতিত্ব করেন এনিম্যাল প্রোডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন একই বিভাগের সহকারী অধ্যাপক এনায়েত কবির ও ফাল্গুনী দাদক।
বাংলাদেশ সময়: ০৭১২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
এমআইএইচ/এমএমজেড