ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে ‘বইফেরী’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে ‘বইফেরী’

ঢাকা: বইফেরী ডটকম আয়োজন করেছে ‘বইফেরী কুইক কুইজ প্রতিযোগিতা (মগজ ঝালাই)’। এই অনলাইন কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার।

প্রথম বিজয়ীর জন্য মোটরসাইকেল, দ্বিতীয় বিজয়ীর জন্য ল্যাপটপ এবং তৃতীয় বিজয়ীর জন্য রয়েছে স্মার্টফোন। চতুর্থ থেকে ১০০তম স্থান অর্জনকারী প্রতিযোগীদেরও পুরষ্কার দেওয়া হবে। এর মধ্যে পড়ার টেবিল, বুকশেলফ, বই এবং অন্যান্য অনেক আইটেমের মতো বিভিন্ন শিক্ষামূলক উপাদান রয়েছে।

প্রতিযোগীরা নিচের লিংকটিতে (https://quiz.boiferry.com/) ক্লিক করে বুকশপের ওয়েবসাইটে সাইন আপ করে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রতিযোগিতার বিস্তারিত নিয়মকানুন বইফেরীর ওয়েবসাইটে দেওয়া হয়েছে।

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফি মাত্র ১১ টাকা এবং প্রতিযোগীরা ১ জানুয়ারি রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত ওয়েবসাইটে সাইন আপ করে এতে অংশ নিতে পারবেন।

কুইজের নিয়মাবলি:
১. রেজিস্ট্রেশন ফি ১১ টাকা।
২. ১১টি কুইজের সঠিক উত্তর দিতে হবে।
৩. প্রত্যেকটি প্রশ্নের উত্তর একবার দেওয়া যাবে।
৪. প্রতিটি কুইজের জন্য সময় দেওয়া হবে ৩০ সেকেন্ড।
৫. কুইজ শুরু করার পর অন্য ট্যাবে বা ট্যাব মিনিমাইজ করা যাবে না।
৬. সময়ের ওপর নির্ভর করে বিজয়ী নির্বাচন করা হবে।  
৭. কুইজ সম্পন্ন করার পর নিজ অবস্থান দেখা যাবে। তবে সেটি নির্দিষ্ট নয়। অন্য প্রতিযোগী আরও কম সময়ে উত্তর দিলে অবস্থান পরিবর্তন হবে।
৮. একজন ব্যক্তি একাধিকবার প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রত্যেকবার অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন চার্জ দিতে হবে।
৯. প্রতিযোগিতা চলাকালে বইফেরী লি. সকল ধরনের সংশোধন, পরিবর্তন ও পরিমার্জন করতে পারবে।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।