ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দক্ষিণ সিটির রাজস্ব আয় কমার কারণ জানতে চাইল সরকার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
দক্ষিণ সিটির রাজস্ব আয় কমার কারণ জানতে চাইল সরকার

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের চলতি ২০২২-২০২৩ অর্থবছরের প্রথম কোয়ার্টারে রাজস্ব আয় গত অর্থবছরের তুলনায় কম হওয়ার কারণ জানাতে সংশ্লিষ্ট বিভাগকে চিঠি দিয়েছে সরকার।  

সম্প্রতি স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ শামছুল ইসলামের সই করা এক চিঠিতে কারণ জানাতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ২০২১-২২ অর্থবছরের প্রথম কোয়ার্টারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রাজস্ব আয় ২৯২ দশমিক ৭৯ কোটি টাকা এবং ২০২২-২৩ অর্থবছরের প্রথম কোয়ার্টারের রাজস্ব আয় ২৭২ দশমিক ০৯ কোটি টাকা।  

উক্ত সিটি করপোরেশনের চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম কোয়ার্টারে রাজস্ব আয় গত অর্থবছরের প্রথম কোয়ার্টারের তুলনায় কমেছে, যা বৃদ্ধি পাওয়া স্বাভাবিক ছিল।

এই অবস্থায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের চলতি ২০২২-২০২৩ অর্থবছরের প্রথম কোয়ার্টারে রাজস্ব আয় গত অর্থবছরের প্রথম কোয়ার্টারের তুলনায় কম হওয়ার কারণ জানানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
জিসিজি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।