ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাকুন্দিয়া পৌরসভার নতুন ভবন উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
পাকুন্দিয়া পৌরসভার নতুন ভবন উদ্বোধন

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে পৌরসভার ভবনটির উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম।

পাকুন্দিয়া পৌরসভায় তিনতলা (বি-টাইপ) পৌর ভবনটি সোয়া তিন কোটি টাকা ব্যয়ে নির্মাণ করেছে স্থানীয় সরকার বিভাগ। ভবনটির উদ্বোধন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে পাকুন্দিয়া পৌরসভা।

পাকুন্দিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম।

এছাড়াও এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন-কিশোরগঞ্জ–২ (পাকুন্দিয়া–কটিয়াদী) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ, কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রাসেল শেখ, পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ প্রমুখ।

পাকুন্দিয়া পৌরসভার প্যানেল মেয়র তরিকুল ইসলাম আসাদ মিয়া ও পৌরসভার নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমানের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন-ভৈরব পৌরসভার মেয়র ইফতেখার হোসেন বেনু, পাকুন্দিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, জেলা শ্রমিক লীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ, পাকুন্দিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেসবাহ উদ্দিন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী রাকিবুল ইসলাম, পৌরসভার সহকারী প্রকৌশলী রীতেশ চন্দ্র পোদ্দার প্রমুখসহ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।