ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উখিয়ায় রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
উখিয়ায় রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা ফাইল ছবি

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে শফি উল্লাহ (৪০) নামে এক রোহিঙ্গা নেতা (মাঝি) মারা গেছেন। সোমবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার বালুখালী ক্যাম্প-৮ ইস্টে এ ঘটনা ঘটে।

নিহত শফি উল্লাহ বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের মোহাম্মদ ছিদ্দিকের ছেলে এবং ওই ক্যাম্পের হেড মাঝি ছিলেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার সকালে ক্যাম্পের একটি মাদরাসার অনুষ্ঠান শেষে ফেরার পথে অজ্ঞাত সন্ত্রাসীরা শফিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি শেখ মোহাম্মদ আলী।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬,২০২২
এসবি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।