নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর বিসিক শিল্প নগরীতে অবস্থিত প্লাইউড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সৈয়দপুর ও উত্তরা ইপিজেডের দুইটি ইউনিট প্রায় ১ ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
সোমবার (২৬ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও বিসিক শিল্প নগরীর কর্মচারীরা জানান, বিসিকে অবস্থিত আমিনুল প্লাইউট কারখানার একটি ইউনিট বন্ধ করে কর্মচারীরা চলে যান। অপর ইউনিট থেকে মালামাল ট্রাকে লোড করার সময় কর্মচারীরা বন্ধ ইউনিটে আগুন জ্বলতে দেখেন। দ্রুত সৈয়দপুর দমকল বাহিনীকে খবর দেওয়া হলে উত্তরা ইপিজেডের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সেখানে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছে মালিক পক্ষ।
সৈয়দপুর দমকল বাহিনীর সিনিয়র স্টেশন ইনচার্জ খুরশিদ আলম বাংলানিউজকে জানান, ক্ষয়ক্ষতি নিরুপনে দমকল বাহিনী কাজ করছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনাটি মুলত শর্টসার্কিট থেকে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২৩৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
এফআর