ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে মাসব্যাপী বিজয় আনন্দমেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৩
রাজবাড়ীতে মাসব্যাপী বিজয় আনন্দমেলা শুরু

রাজবাড়ী: রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে মাসব্যাপী বিজয় আনন্দমেলা শুরু হয়েছে। রোববার (৮ জানুয়ারি) বিকেল ৫টায় জেলা সদরের শ্রীপুর একরোবেটিক সেন্টার সংলগ্ন মাঠে এ মেলার উদ্বোধন হয়।

প্রধান অতিথী হিসেবে গাদা ফুলের মালা কেটে ও পায়রা উড়িয়ে জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম শফিকুল মোর্শেদ আরুজ আনন্দমেলার উদ্বোধন করেন। পরে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন।  

বিজয় আনন্দমেলা কমিটির সভাপতি কাজী ফরিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম শফিকুল মোর্শেদ আরুজ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ দীলিপ কুমার কর, বিজয় আনন্দমেলা কমিটির সাধারণ সম্পাদক নারী নেত্রী মীর মাহফুজা খানম মলি।

এক মাসব্যাপী মেলায় সার্কাস, বিভিন্ন সামগ্রীর দোকান, বাচ্চাদের বিভিন্ন খেলার রাইড, মনিহারী, গহনাসহ মোট ৬০টি স্টল বসেছে।

প্রধান অতিথীর বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম শফিকুল মোর্শেদ আরুজ মেলা আয়োজক কমিটির উদ্দেশ্যে বলেন, মেলায় কোনো প্রকারের অশ্লীল নাচ গান বা জুয়ার আসর বসানো যাবে না। এমন কাজ করলে মেলা বন্ধ করে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।