ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শীতার্তদের পাশে দাঁড়াতে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর আহ্বান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
শীতার্তদের পাশে দাঁড়াতে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর আহ্বান

মেহেরপুর: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, মেহেরপুর জেলায় তাপমাত্রা খুব কম। তীব্র শীতে এই জেলার খেটে খাওয়া মানুষেরা কষ্টে দিন পার করছেন।

আমাদের উচিত এই দুঃসময়ে শীতার্ত অসহায়দের পাশে দাঁড়ানো। তাদের দুঃখ দুর্দশায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।

শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে মেহেরপুর কমিউনিটি সেন্টারে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মেহেরপুর জেলা যুব মহিলা লীগ আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

মেহেরপুর কমিউনিটি সেন্টারে কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য সৈয়দা মনালিসা ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।