ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সংঘবদ্ধ ধর্ষণসহ পর্নোগ্রাফি মামলার পলাতক আসামি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
সংঘবদ্ধ ধর্ষণসহ পর্নোগ্রাফি মামলার পলাতক আসামি আটক

মেহেরপুর: মেহেরপুরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১২ (র‌্যাব) এর অভিযানে সংঘবদ্ধ ধর্ষণসহ পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলার এজহারনামীয় পলাতক আসামি মো. মবিউল ইসলামকে (১৯) আটক করা হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে মেহেরপুর সিপিসির কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. গোলাম ফারুকের নেতৃত্বে র‌্যাবের একটি দল গাংনী উপজেলার চেংগারা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করেন।

আটক মবিউল ইসলাম কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বিল বোয়ালীয়া গ্রামের মৃত খেজমত আলীর ছেলে।

জানা যায়, আটক মবিউলের নামে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। তিনি ওই মামলার এজাহার নামীয় চার নম্বর আসামি। মামলার পর থেকেই আসামি মবিউল ইসলাম পলাতক ছিলেন।

র‍্যাব জানায়, আটক আসামিকে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।