ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
নওগাঁয় ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু

নওগাঁ: নওগাঁ সদর উপজেলার চক-পিয়ার এলাকায় বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় তাদের মরদেহ উদ্ধার করে পরিবার।

মৃত দুই শিশু ওই এলাকার আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ (৫) এবং নাহিদুজ্জামান মুসার মেয়ে খাদিজা (৫)।

স্থানীয়রা জানান, বিকেলে একসাথে তারা বাড়ির পাশের উঠানে খেলাধুলা করছিল। খেলাধুলার একপর্যায়ে সবার অজান্তে তারা বাড়ির পাশে একটি ডোবাতে পড়ে যায়। এসময় পরিবারের লোকজন তাদেরকে দেখতে না পেয়ে আবদুল্লাহর মা ওই ডোবার কাছে গিয়ে খাদিজাকে পানিতে ভাসতে দেখতে পান। এ সময় তিনি চিৎকার করলে স্থানীয়রা এসে শিশু দুটিকে পানি থেকে উদ্ধার করে। পরে স্থানীয়রা আব্দুল্লাহ ও খাদিজাকে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে থানায় কেউ কোন অভিযোগ করে নেই।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।