ঢাকা: খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন ২০২২-এর সংশোধিত খসড়া তৈরি করে সংশ্লিষ্টদের মতামত চেয়েছে খাদ্য মন্ত্রণালয়।
সম্প্রতি খাদ্য মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ মতামত চাওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহণ, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন ২০২২-এর খসড়া সংশোধিত আইনটির ওপর অংশীজনদের মতামত আগামী ২৯ জানুয়ারির মধ্যে এ মন্ত্রণালয়ের (ই-মেইলে [email protected] ও [email protected]) এ ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা হলো।
প্রস্তাবিত আইন অনুযায়ী, সরকার নির্ধারিত সীমার বাইরে খাদ্য মজুত করা বা মজুত সংক্রান্ত কোনো নির্দেশনা লঙ্ঘন করা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। এ অপরাধে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা ১৪ বছরের সশ্রম কারাদণ্ড হতে পারে এবং জরিমানাও করা হবে।
এর আগে ২০২২ সালের ১৮ এপ্রিল মন্ত্রিসভা নীতিগতভাবে এ খসড়া আইনটির অনুমোদন দেয় এবং এর আরও যাচাই-বাছাইয়ের জন্য মন্ত্রণালয়ে পাঠায়।
বাংলাদেশ সময় : ১২৩৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
জিসিজি/এমএইচএস