ঢাকা: কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রাহক হয়রানি ও ঘুষ নেওয়ার অভিযোগে যশোর জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২২ জানুয়রি) সকালে দুদকের যশোর জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট টিম এই অভিযোন পরিচালনা করে।
দুদক প্রধান কার্যালয় থেকে অভিযানের বিষয়ে বাংলানিউজকে জানায়, যশোর পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে পাসপোর্ট সেবাদানে গ্রাহক হয়রানি ও দালালদের মাধ্যমে ঘুষের বিনিময়ে সেবা দেওয়ার অভিযোগ ওঠে।
অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও জমাদান প্রক্রিয়ায় এবং কম্পিউটার দোকান মালিক ও পাসপোর্ট অফিসের কর্মচারীদের সম্পৃক্ততা দুদকের এনফোর্সমেন্ট টিম জানতে পারে।
একই রকম অভিযোগে ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালায় দুদক। অভিযানকালে গ্রাহকের তথ্য সঠিক থাকার পরও তিন হাজার সরকারি ফি-এর অতিরিক্ত ঘুষ দাবি করায় চার দালালকে গ্রেফতার করে দুদক। পরে মুচলেকা রেখে তাদের ছেড়ে দেওয়া হয়।
এসব অনিয়মের বিষয়ে পাসপোর্ট অফিসের সহকারী পরিচালককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
এসআর/এমজেএফ