ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসের পাশে মিলল যুবকের লাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৩
সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসের পাশে মিলল যুবকের লাশ ফাইল ফটো

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আনুমানিক ৪৫ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেলে চৌধুরীবাড়ি নীট কনসার্ন গার্মেন্টসের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃতের নাম-পরিচয় এখনো জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।