ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পুলিশের সহায়তায় বৃদ্ধ মাকে ফিরে পেলো মেয়ে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৩
পুলিশের সহায়তায় বৃদ্ধ মাকে ফিরে পেলো মেয়ে

ঢাকা: রাজধানীর তেজগাঁও এলাকার রাস্তা থেকে উদ্ধার করা বৃদ্ধ জবেদা খাতুনকে মেয়ে জুলেখা বেগমের কাছে ফিরিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) মেয়ের কাছে মাকে ফিরিয়ে দেওয়া হয়।

এ সময় তেজগাঁও শিল্পাঞ্চল থানার পক্ষ থেকে বৃদ্ধ জবেদা খাতুনকে নগদ টাকা ও ফলমূল উপহার দেওয়া হয়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানা সূত্রে জানা যায়, গত ২৬ জানুয়ারি রাত ৮টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মমতাজ বেকারির সামনে রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ নারীকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়।

তার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে সিআইডির মাধ্যমে শনাক্তকরণের চেষ্টা করা হয়। কিন্তু জাতীয় পরিচয়পত্র কার্ডের তথ্য অনুযায়ী শনাক্ত করা সম্ভব হয়নি।

বৃদ্ধ নারী সুস্থ হয়ে জানান, তার নাম জবেদা খাতুন। থাকেন খিলগাঁও থানার তালতলার রিয়াজবাগ ৬ নম্বর গলির মুন্নির টং বস্তিতে। পরে তার দেওয়া তথ্য মতে মেয়েকে খুঁজে বের করে পুলিশ।

এরপর মেয়ে জুলেখা ও বস্তির বাড়ির মালিক মোমেনা বেগমের কাছে বৃদ্ধ জবেদাকে ফিরিয়ে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২৩
পিএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad