ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বিদ্যালয়ের পিকনিক বাস দুর্ঘটনায় নিহত ২, আহত ৪০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
বিদ্যালয়ের পিকনিক বাস দুর্ঘটনায় নিহত ২, আহত ৪০

যশোর: যশোরের বাঘারপাড়ার বাকড়ী মাধ্যমিক বিদ্যালয়ের পিকনিক বাস দুর্ঘটনায় দুইজন নিহতসহ অন্তত ৪০ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে গোপালগঞ্জ থেকে ফেরার পথে কাশিয়ানীর ভাটিয়াপাড়ায় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।

আহতদের যশোরসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, নিহত দুই জনের মধ্যে একজন ওই বিদ্যালয়ের কর্মচারী, অপরজন অভিভাবক সদস্য। তবে, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশংকাজনক।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আক্তারুজ্জামান হতাহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নিয়ে আসার পরে আরেকজন মৃত্যুবরণ করেন।

তাৎক্ষণিকভাবে যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসার তদারকি করেছেন।

বাংলাদেশ সময়: ০০৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
ইউজি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।