ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সংসদের ২১তম অধিবেশনের সমাপ্তি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
সংসদের ২১তম অধিবেশনের সমাপ্তি

ঢাকা: একাদশ জাতীয় সংসদের ২১তম ও বছরের প্রথম অধিবেশন শেষ হলো। এতে মোট ২৬ কার্যদিবসে পাশ হয়েছে ১০টি বিল।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) অধিবেশন সমাপ্ত সংক্রান্ত রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের নির্দেশনা পড়ে শোনান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শেষ কার্যদিবসে সংসদ নেতা শেখ হাসিনা তার বক্তব্যের শুরুতে বলেন, এ অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সংবিধানের বিধান মোতাবেক এ সংসদে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর চিফ হুইপের আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর ২০৯জন সংসদ সদস্য (এমপি) আলোচনা করেছেন। ৪০ঘণ্টা ২৭ মিনিট সময়ে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

এছাড়া ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সংসদে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। এ অধিবেশন চলাকালে চলতি সংসদের সদস্য চট্টগ্রামের মোছলেম উদ্দিন আহম্মেদ ইন্তেকাল করেন।

অধিবেশনে ১৯টি বিল উত্থাপিত হয়। যার মধ্যে ১০টি বিল পাস হয়। একটি অধ্যাদেশও উত্থাপিত হয়।

এ অধিবেশনেই অংশ নেন বিএনপি ছেড়ে দেওয়া ছয় আসনের উপ-নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা। স্পিকার তাদের স্বাগত জানান এবং শুভেচ্ছা বক্তব্য রাখার সুযোগ দেন। গত ৫ জানুয়ারি বিকেল সাড়ে ৪টায় শুরু হয়েছিল ২১তম অধিবেশন। এতে ১৯৭১ সালে ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে দেওয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণটিও শোনানো হয়।

বাংলাদেশ সময়: ০২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
ইইউডি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।