ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
মাদারীপুরে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি আটক

ঢাকা: মাদারীপুর জেলার শিবচর এলাকায় দাদন চোকদারকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি মো. নজরুল ইসলাম শেখকে (৪০) আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৩ (র‌্যাব)।

আটক আসামি নজরুল ইসলাম শেখ মাদারীপুর জেলার শিবচর থানার ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব শ্যামাইল গ্রামের সেলিম শেখের ছেলে।

 

রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফট্যানেন্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, শনিবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর শাহবাগ থানাধীন দোয়েল চত্ত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।  
 
র‍্যাব-৩ এর অধিনায়ক জানান, আটক আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছেন।  

তিনি জানান, ২০২১ সালের ২৩ নভেম্বর ভুক্তভোগী দাদন চোকদার ভ্যানে করে নজরুল ইসলাম শেখের বাড়ির পাশের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এরই সুযোগে পূর্ব শত্রুতার জের ধরে নজরুল ইসলাম এবং তার আরও ১৫/২০ জন সহযোগী একত্রিত হয়ে ভুক্তভোগীর ওপর হামলা করে লাঠি দিয়ে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করে। পরে ওই বছরের ২৪ নভেম্বর ভুক্তভোগীর ছোট ভাই বাদী হয়ে মাদারীপুর জেলার শিবচর থানায় নজরুল ইসলামকে প্রধান আসামী করে আরও ১৫/২০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।  

ওই মামলায় ৬ জন আসামি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়ে জেল হাজতে রয়েছে। বাকী আসামিরা পলাতক রয়েছে। তাদের মধ্যে হত্যাকাণ্ডের প্রধান আসামি নজরুল ইসলামকে র‌্যাব-৩ আটক করে।  

বাকি আসামিদের আটকে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে। আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।                     

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
এসজেএ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।