ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনার সীমান্ত থেকে ২৮ লাখ টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
নেত্রকোনার সীমান্ত থেকে ২৮ লাখ টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গা জব্দ

নেত্রকোনা: নেত্রকোনার ভারতীয় সীমান্তবর্তী চন্দ্রডিঙ্গা নামক এলাকায় অভিযান চালিয়ে ২৮ লাখ টাকা মূল্যমানের ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩১ বিজিবি)।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নেত্রকোনা-৩১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুর রহমান স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমকর্মীদের কাছে পাঠায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও বিওপির কমান্ডার নায়েক মো. মেহেদী আলমের নেতৃত্বে ছয় সদস্যের একটি টহল দল ১৪ ফেব্রুয়ারি রাত ১টার দিকে ভারতীয় সীমান্তবর্তী এলাকায় টহল দিচ্ছিল। রাত ২টা ৩০ মিনিটের দিকে চন্দ্রডিঙ্গা নামক সীমান্ত দিয়ে বেশ কয়েকজন চোরাকারবারিকে মাথায় কাপড়ের গাইট নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবির জোয়ানরা তাদের চ্যালেঞ্জ করে। এ সময় চোরাকারবারিরা মালামাল ফেলে রেখে ভারতীয় সীমান্তের দিকে দৌড়ে পালিয়ে যায়। পরে বিজিবি সেখান থেকে ২৮ লাখ টাকা মূল্যমানের ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করে। জব্দকৃত মালামাল নেত্রকোনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
আরএ   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।