ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শাহজালাল বিমানবন্দরের এভসেক পরিচালক হলেন মোহাম্মদ মীরান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
শাহজালাল বিমানবন্দরের এভসেক পরিচালক হলেন মোহাম্মদ মীরান প্রতীকী ছবি

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এভিয়েশন সিকিউরিটি ফোর্সের (এভসেক) পরিচালক হয়েছে বাংলাদেশ বিমানবাহিনীর কর্মকর্তা উইং কমান্ডার মোহাম্মদ মীরান।

রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত এভিয়েশন সিকিউরিটি ফোর্সের (এভসেক) পরিচালক পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ বিমানবাহিনীর কর্মকর্তা উইং কমান্ডার মোহাম্মদ মীরান।

এ নিয়োগের লক্ষ্যে তার চাকরি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হয়েছে।

এদিকে একই প্রজ্ঞাপনের মাধ্যমে বর্তমান পরিচালক উইং কমান্ডার শাহেদ আহমেদ খানকে বাংলাদেশ বিমানবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে। এ লক্ষ্যে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
জিসিজি /এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।