ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মোহাম্মদপুরে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
মোহাম্মদপুরে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১ ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় ইউনুস (৬২) নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত রোববার (২৬ ফেব্রুয়ারি) রাতে বসিলা ব্রিজ এলাকার পাশে একটি বহুতল ভবনের নিচতলায় একটি প্রাইভেটকার পার্কিংয়ে রাখার জন্য অপেক্ষায় ছিল। সে সময় বাসার নিরাপত্তাকর্মী ইউনুস প্রাইভেটকারটি রাখার জন্য লোহার গেটটি খোলার সময় অপেক্ষায় থাকা প্রাইভেটকারটি হঠাৎ গেটে এসে ধাক্কা দেয়। এতে লোহার গেট ভেঙে তার ওপর পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

আবুল কালাম আজাদ জানান, ঘটনাটি বিস্তারিত তদন্ত করা হচ্ছে এবং যতটুক জানা গেছে, ওই গাড়িটি এক পুলিশ কর্মকর্তার স্ত্রীর। তবে ঘটনার সময় গাড়িটি চালক চালাচ্ছিলেন। চালককে আটক করা হয়েছে।

নিহতের চাচাতো ভাই আলামিন জানান, ইউনুসের বাড়ি ঝালকাঠি সদর উপজেলায়। তিনি চার সন্তানের বাবা। গত চার মাস আগে ওই ভবনের নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি নেন তিনি।

তিনি আরও জানান, যতটুকু শুনেছি এক পুলিশ কর্মকর্তার স্ত্রীর গাড়ি চালাচ্ছিলেন চালক টুটুল। রোববার রাতে সেই ভবনের নিচতলায় পার্কিংয়ে গাড়ি রাখার জন্য ঢোকার সময় চাকা লাগানো নোহার গেটকে ধাক্কা দেয় ওই প্রাইভেটকার। এতে গাড়িসহ লোহার গেটটি ভেঙে তার ওপর পড়ে। পরে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।