ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

এটিইউ'র অভিযানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, মার্চ ৬, ২০২৩
এটিইউ'র অভিযানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

ঢাকা: শরীয়তপুরের একটি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

গ্রেফতার আসামি হলেন-বাবু কাজী ওরফে সুমন (৩৫)।

তিনি শরীয়তপুর জেলার জাজিরা থানার বিলাশপুর (শফি কাজীর মোড়) গ্রামের মৃত হারুন কাজীর ছেলে৷ বর্তমানে শরীয়তপুর সদরের শৈলপাড়ার হাসেরকান্দি এলাকায় বসবাস করেন।  

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (০৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে শরীয়তপুর জেলার নড়িয়া থানাধীন চাকধবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।  

সোমবার বিকেলে এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, ২০১৪ সালের ১৭ আগস্ট বিকেলে ফতুল্লা থানাধীন কাশিপুর পাকা রাস্তার ধারে একটি নির্মাণাধীন পরিত্যক্ত বাড়ির ফাঁকা ডোবা জায়গা থেকে পুলিশ হালিমের বস্তাবন্দি লাশ উদ্ধার করে। এ ঘটনায় ভুক্তভোগী হালিমের ভাই মো. শামীম বাদী হয়ে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা করেন।

পরে পুলিশের তদন্তে বেরিয়ে আসে ব্যবসায়িক লেনদেনের টাকা ফেরত চাওয়ার জেরে মো. হালিমকে (২৮) হত্যা করে তার লাশ গুম করা হয়। এ হত্যাকাণ্ডে গ্রেফতার আসামি বাবু কাজী জড়িত ছিল বলে প্রমাণ পাওয়া যায়। পরে হত্যার অভিযোগ প্রমাণ হলে আদালত তাকে মৃত্যুদণ্ড এবং ২০১/৩৪ ধারার অভিযোগ প্রমাণ হওয়ায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

তিনি জানান, পলাতক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে এন্টি টেররিজম ইউনিট আসামি বাবু কাজীকে গ্রেফতার করে।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৩
এসজেএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।