ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বোয়ালমারীতে ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ১০

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, মার্চ ৭, ২০২৩
বোয়ালমারীতে ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ১০

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার ১০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারদের মঙ্গলবার (৭ মার্চ) ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।

 

গ্রেফতাররা হলেন- ওয়ারেন্টভুক্ত উপজেলার কমলেশ্বদী গ্রামের আবু হেনা ফকির, সৈয়দপুর গ্রামের কুমারেশ অধিকারী, হাটখোলারচর গ্রামের হারুন মৃধা, মো. হামিদুল ইসলাম ওরফে নুরুল ইসলাম, বারাংকুলা গ্রামের আবুল বিশ্বাস, মনোয়ার শেখ, নিয়মিত মামলার আসামিরা হলো পরমেশ্বদী গ্রামের শিপন (১৮), মামুন সিকদার (১৩), ফরহাদ (১২), রিয়াদ (১১)।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, সোমবার (০৬ মার্চ) রাতে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।