ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

নিখোঁজের সাড়ে ৩ ঘণ্টা পর মিলল শ্রমিকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
নিখোঁজের সাড়ে ৩ ঘণ্টা পর মিলল শ্রমিকের মরদেহ

বাগেরহাট: জেলার মোরেলগঞ্জে খালে পড়ে নিখোঁজের সাড়ে তিন ঘণ্টা পরে জাকির শেখ (২৫) নামের এক ড্রেজার শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুর দুইটার দিকে মোরেলগঞ্জ পৌর শহরের স্টিলব্রিজ সংলগ্ন বারইখালী খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এরআগে বেলা সাড়ে ১০টার দিকে বালুর জাহাজ থেকে খালে পড়ে নিখোঁজ হন তিনি।

নিহত জাকির শেখ খাউলিয়া ইউনিয়নের সন্ন্যাসী গ্রামের মৃত রুস্তুম আলী শেখের ছেলে।

ড্রেজারে কর্মরত শ্রমিক মনির হোসেন বলেন, বালু বহনকারী জাহাজ আনলোড জাহাজের কাছে নোঙর করার সময় দুটি জাহাজে ধাক্কা লাগে। এসময় মাথায় আঘাত পেয়ে খালে পড়ে যান জাকির। এরপর আর খুঁজে পাওয়া যায়নি।

মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা প্রবীর দেবনাথ বলেন, নিখোঁজ শ্রমিক জাকিরকে খুঁজতে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে তল্লাশি শুরু করেন। পরবর্তীতে খুলনা থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এসে দুপুর ২টার দিকে জাকিরের মরদেহ উদ্ধার করে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, জাকিরের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।