ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

সংসদীয় এলাকায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের সুপারিশ  

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
সংসদীয় এলাকায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের সুপারিশ  

ঢাকা: প্রত্যেকটি সংসদীয় নির্বাচনী এলাকায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনে দ্রুত ব্যবস্থা নেওয়ার সুপারিশ জানিয়েছে সংসদীয় কমিটি।

বৃহস্পতিবার (১৬ মার্চ) জাতীয় সংসদের ‘বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ আহ্বান জানানো হয়েছে ৷ কমিটির সভাপতি মির্জা আজমোর সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরী এবং আব্দুল মমিন মণ্ডল বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে গত চার বছরে নেওয়া প্রকল্পের সংখ্যা, প্রকল্পগুলো কবে নাগাদ একনেকে অনুমোদন লাভ করে, এগুলোর বর্তমান অগ্রগতি, প্রকল্পওয়ারি সর্বশেষ বাস্তব অগ্রগতি ও আর্থিক অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।  

এছাড়া বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির  সদস্যদের নির্বাচনী এলাকায় গৃহীত প্রকল্পের বিষয়ে সর্বশেষ অবস্থা নিয়েও আলোচনায় বিস্তারিত উঠে আসে।

এ বৈঠকে জামালপুরের মেলান্দহে শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন প্রকল্পটি চলতি বছর জুনের মধ্যে প্রকল্পের যাবতীয় কার্য সমাপ্ত করার যথাযথ পদক্ষেপের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে ৷ 

বৈঠকে মেলান্দহ উপজেলায় একটি ফ্যাশন ডিজাইন ইনস্টিটিউট নির্মাণে প্রকল্প সংলগ্ন পাঁচ একর বর্ধিত জমি ইনস্টিটিউটের বাউন্ডারির আওতায় নেওয়ার পদক্ষেপ গ্রহণেরও সুপারিশ করা হয়।

বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রত্যেক সদস্যের নির্বাচনী এলাকায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের জন্য দ্রুত ব্যবস্থা নিতে কমিটি মন্ত্রণালয়কে পুনরায় সুপারিশ করেছে।

বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানসহ বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩ 
এসকে/এসআইএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।