ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবানে শুরু হচ্ছে পার্বত্য বৌদ্ধ ভিক্ষু সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
বান্দরবানে শুরু হচ্ছে পার্বত্য বৌদ্ধ ভিক্ষু সম্মেলন

বান্দরবান: বৌদ্ধ ধর্মাবলম্বী ভিক্ষুদের প্রাতিষ্ঠানিক-ধর্মীয় শিক্ষা বৃদ্ধি, বৌদ্ধদের শাসন প্রতিষ্ঠা ও সমাজ সেবায় অবদান রাখার লক্ষ্যে বিশেষ সম্মাননা প্রদানসহ নানা আয়োজনকে সামনে রেখে বান্দরবানে তিনদিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে শুরু হচ্ছে দ্বিতীয় পার্বত্য বৌদ্ধ ভিক্ষু সম্মেলন।

১৬ মার্চ (বৃহস্পতিবার) সকালে পার্বত্য বৌদ্ধ ভিক্ষু সম্মেলন আয়োজন কমিটির পক্ষ থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

এ সময় আয়োজকেরা জানান, আগামী ১৭ থেকে ১৯ মার্চ পর্যন্ত বান্দরবানে পার্বত্য বৌদ্ধ ভিক্ষু পরিষদের আয়োজনে এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে তিন দিনব্যাপী নানা আয়োজনে অনুষ্ঠিত হবে দ্বিতীয় পার্বত্য বৌদ্ধ ভিক্ষু সম্মেলন। আর এ সম্মেলনে বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলার প্রায় পাঁচ শতাধিক বৌদ্ধ ভিক্ষু অংশগ্রহণ করবে।

আয়োজকেরা আরও জানান, সম্মেলন উপলক্ষে ১৭ মার্চ সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন হবে, আর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এ সময় তিন পার্বত্য জেলার সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন বৌদ্ধ বিহারের ভিক্ষুরা উপস্থিত থাকবেন।

তিন দিনব্যাপী এ পার্বত্য বৌদ্ধ ভিক্ষু সম্মেলনে বিশ্ব শান্তি কামনা, বৌদ্ধ শাসন প্রতিষ্ঠা, শিক্ষা উন্নয়ন এবং বৌদ্ধ ভিক্ষুদের আরও অধিক জ্ঞান বৃদ্ধিতে নানা ধরণের কর্মসূচি বাস্তবায়িত হবে, আর ১৯ মার্চ সমাপনী দিনে সমাজ সেবা ও অনন্য অবদানকারীদের সম্মাননা সনদ প্রদানের মধ্য দিয়ে পার্বত্য বৌদ্ধ ভিক্ষু সম্মেলনের সমাপ্তি ঘটবে।

সংবাদ সম্মেলনে এ সময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ টাস্ট্রের ট্রাষ্টি হ্লা থোয়াই হ্লী মারমা, পার্বত্য ভিক্ষু পরিষদের সদস্য ও অংজেয়া জাদি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত নাইন্দিয়া থের, পার্বত্য ভিক্ষু পরিষদের যুগ্ম সম্পাদক তিক্ষিন্দ্রিয় থৈর, পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা জুড়ি মং মারমা, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বৌদ্ধ ভিক্ষুরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।