ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী ফাইল ফটো

গোপালগঞ্জ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

শুক্রবার (১৭ মার্চ) সকালে গণভবন থেকে সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন তিনি।

পরে পদ্মা সেতু পার হয়ে গোপালগঞ্জ হয়ে সকাল ১০টা ৫‌ মি‌নি‌টে টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী।  

টুঙ্গিপাড়ায় পৌঁছালে নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান। এ সময় তিনিও হাত নেড়ে শুভেচ্ছার উত্তর দেন।  

টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধু ভবনে অবস্থান নিয়ে‌ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাত হবে।

পরে শিশু সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সমাবেশ শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার ও দুস্থ মেধাবী শিশু শিক্ষার্থীদের মাঝে অনুদান বিতরণ করবেন।

এরপর তিন দিনব্যাপী বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সব কর্মসূচি শেষ করে বিকে‌লে ঢাকার উদ্দেশে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন তিনি।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।