ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

নগরকান্দায় ইজিবাইকে বাসের ধাক্কা, প্রাণ গেল ২ যাত্রীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩
নগরকান্দায় ইজিবাইকে বাসের ধাক্কা, প্রাণ গেল ২ যাত্রীর বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া ইজিবাইকটি

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইল্লার মোড় এলাকায় বাসের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন যাত্রী।

বুধবার (২২ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাশ্ববর্তী ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুরে পাঠানো হয়েছে। হতাহতরা সবাই ইজিবাইকের যাত্রী।

নিহত দু’জন হলেন- জেলার সালথা উপজেলার তুগুলদিয়া গ্রামের মোস্তাক আহম্মদের স্ত্রী মর্জিনা বেগম (৪৫) ও একই গ্রামের মো. আজগরের ছেলে ইসমাইল (৩)। তবে আহতদের নামপরিচয় জানা সম্ভব হয়নি।

জানা গেছে, সেবা গ্রিন লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ইজিবাইকের ধাক্কায় এ হতাহত হয়।  

এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বাংলানিউজকে জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।