ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নালিতাবাড়ীতে ৪৭৫ বোতল ফেনসিডিলসহ আটক ৩

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
নালিতাবাড়ীতে ৪৭৫ বোতল ফেনসিডিলসহ আটক ৩

শেরপুর: শেরপুরের নালিতাবাড়ীতে ৪৭৫ বোতল ফেনসিডিল ও একটি পিকআপভ্যানসহ তিন মাদককারবারিকে আটক করেছে পুলিশ।  

শুক্রবার (২৪ মার্চ) ভোরের দিকে পৌরসভার আড়াইআনী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- শেরপুর সদর উপজেলার সাতপাকিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে আসাদুজ্জামান দুর্জয় (২৩), ঘাসপত্তা গ্রামের সেলিম মিয়ার ছেলে সবুজ মিয়া (১৯) ও পিকআপভ্যানচালক পটুয়াখালীর গলাচিপার হাবিবুর রহমানের ছেলে হারুন (৩২)।

নালিতাবাড়ীর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ জানান, হালুয়াঘাট উপজেলা থেকে ঢাকার উদ্দেশে একটি পিকআপভ্যানে করে ফেনসিডিল পাচার হচ্ছে -এমন গোপন তথ্যের ভিত্তিতে পৌরসভার আড়াইআনী বাজারে একটি চেকপোস্ট স্থাপন করে সন্দেহ হলে একটি পিকআপভ্যানের গতি রোধ করে তল্লাশি করা হয়। এ সময় গাড়িটি থেকে ৪৭৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ ঘটনায় পিকআপভ্যানটির চালকসহ ভেতরে থাকা তিনজনকে আটক করে পুলিশ। আটকদের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।