ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বোয়ালমারীতে ৪ চোরাই মোটরসাইকেল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৩
বোয়ালমারীতে ৪ চোরাই মোটরসাইকেল জব্দ

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় চারটি চোরাই মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। তবে, এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোর চক্রের সদস্যরা।

মোটরসাইকেল চারটি হিরো, হাস্ক, ফেজার ও সুজুকি ব্রান্ডের।

শনিবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার গুনবহা ইউনিয়নের অমৃতনগর গ্রাম থেকে ওই মোটরসাইকেল চারটি জব্দ করা হয়। পরে মোটরসাইকেলগুলো থানা হেফাজতে রাখা হয়েছে।

বোয়ালমারী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আজিজুর রহমান বলেন, এসআই আব্দুল লতিফ স্যারের নেতৃত্বে অভিযান চালাই। এসময় চারটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়েছে। কিন্তু, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারিনি। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।