ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে আগুন নিয়ন্ত্রণে ৪৮ ইউনিটের নজির নেই

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৩
রাজধানীতে আগুন নিয়ন্ত্রণে ৪৮ ইউনিটের নজির নেই

ঢাকা: রাজধানীর বঙ্গবাজার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ৪৮ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

এর আগে রাজধানীতে এত ইউনিটের একসঙ্গে কাজ করার নজির নেই।  

সদ্য অবসরে যাওয়া ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) দেবাশীষ বর্ধন মঙ্গলবার (৪ এপ্রিল) বাংলানিউজকে এমন তথ্য জানান।

তিনি বলেন, ৩৯ বছর চাকরি জীবনে সর্বশেষ সদরদপ্তরে ছিলাম পাঁচ বছর। রাজধানীতে এর আগে কোথাও অগ্নিকাণ্ডে এত বেশি ইউনিটের কাজ করার নজির নেই। আজ বঙ্গবাজার মার্কেটে ৪৮ ইউনিট কাজ করেছে। এটিই রাজধানীতে একসঙ্গে সর্বোচ্চ ইউনিট।  

দেবাশীষ বর্ধন বলেন, এর আগেও বঙ্গবাজারে বেশ কয়েকবার আগুনের ঘটনা ঘটেছে। আগুন নির্বাপনে অনেক ইউনিট কাজ করেছে। তবে ৪৮ ইউনিট এই প্রথম। এর আগে বঙ্গবাজারে লাগা আগুনের পর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অগ্নি সতর্কতার ৩০টি সুপারিশ ছিল। আমার জানামতে একটিও কার্যকর করেননি ব্যবসায়ীরা।

তিনি বলেন, আগুন নেভাতে নেভাতে ফায়ার সার্ভিসের গাড়িতে থাকা পানি শেষ হয়ে যাওয়া একটি স্বাভাবিক বিষয়। পানির সংগ্রহ বিষয়টি জটিল। যেমন আজকে শোনা গেছে বঙ্গবাজার মার্কেটে লাগা আগুন নিভাতে নেভাতে পানির সংকটে পড়ে সার্ভিস।

তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের এখন আধুনিক সব জিনিসপত্র আছে। ২২ হাজার লিটার পানি ধারণক্ষমতার গাড়ি আছে। এ ছাড়া ১৫ হাজার লিটার গাড়িও আছে। সর্বনিম্ন চার থেকে পাঁচ হাজার লিটারের গাড়ি আছে।

মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সকাল আটটার দিকে ফায়ার সার্ভিসের ৪১টি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর ৪৩টি ইউনিট যাওয়ার খবর জানায় ফায়ার সার্ভিস।  

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার লিমা খানম জানান, বঙ্গবাজার মার্কেট লাগা আগুন ৬৫০ জন জনবল নিয়ে ৪৮টি ইউনিট বেশ কয়েক ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৩
এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।