ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মানহানির মামলায় দুই সাংবাদিক খালাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৩
মানহানির মামলায় দুই সাংবাদিক খালাস

হবিগঞ্জ: হবিগঞ্জে কথিত মানবাধিকার কর্মীর ৫০ লাখ টাকার মানহানির মামলায় দুই সাংবাদিককে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে হবিগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুল আলীম এ মামলার রায় ঘোষণা করেন।

 

সাংবাদিকরা হলেন- দৈনিক খোয়াইর ব্যবস্থাপনা ও বার্তা সম্পাদক সাইফ আহছান এবং দৈনিক প্রতিদিনের বাণীর জেষ্ঠ্য প্রতিবেদক জুয়েল চৌধুরী।

সাংবাদিকপক্ষের আইনজীবী মোঃ আব্দুল মজিদ বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, ২০১৯ সালে ‘রিকশাচালক জমির আলী এখন কোটি টাকার মালিক’ শিরোনামে পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি কথিত মানবাধিকার কর্মী সাংবাদিক সাইফ আহছান ও জুয়েল চৌধুরীর নামে ৫০ লাখ টাকার মানহানি মামলা দায়ের করেন।

পরে হবিগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) দৌস মোহাম্মদ এ মামলার মিথ্যা ও অতিরঞ্জিত তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

সাংবাদিক জুয়েল চৌধুরী বলেন, সংবাদে কথিত মানবাধিকার কর্মী জমির আলীর প্রতারণার বিভিন্ন সত্য তথ্য উপস্থাপন করা হয়েছিল। কিন্তু তিনি মিথ্যা মানহানির মামলা দায়ের করেন। পরে পুলিশ কর্মকর্তা দৌস মোহাম্মদ একটি মিথ্যা ও অতিরঞ্জিত তদন্ত প্রতিবেদন দাখিল করেন। আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক আমাদের বেকসুর খালাস দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।