ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহী কর অফিসে দুদক কর্মকর্তাদের ওপর হামলা!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৩
রাজশাহী কর অফিসে দুদক কর্মকর্তাদের ওপর হামলা!

রাজশাহী: রাজশাহীতে কর অফিসে অভিযানের সময় দুদক কর্মকর্তাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। কর ভবনে উপ-কর কমিশনার মহিবুলের ইসলাম ভুঁইয়ার কার্যালয়ে অভিযান চালাতে গেলে কর্মচারীরা হামলার ঘটনা ঘটায়।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। দুপুর ৩টা পর্যন্ত ওই কর কার্যালয়ে অভিযানে ছিলেন দুদক সদস্যরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুদক রাজশাহীর বিভাগীয় পরিচালক কামরুল আহসানের নেতৃত্বে একটি টিম রাজশাহী সার্কেল ১৩ এর উপ-কর কমিশনার মহিবুলের ইসলাম ভুঁইয়ার কার্যালয়ে ঢুকে তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকেন। এসময় মহিবুল ইসলাম ভুঁইয়া চিৎকার চেঁচামেচি শুরু করেন। এক পর্যায়ে কর অফিসের কর্মচারীরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দুদকের সদস্যদের ওপর হামলা করেন। এরপর উভয়পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এতে ছড়িয়ে পড়ে চরম উত্তেজনা। এ সময় ঘটনার খবর পেয়ে রাজপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানতে চাইলে রাজশাহীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, দুদক কর্মকর্তারা এখনও অভিযানে আছেন। তারা বিভিন্ন ফাইলপত্র দেখছেন। অভিযান শেষের পর জানা যাবে ঘটনা কি ঘটেছিল।

দুদক বা কর অফিস কী অভিযোগ করছে, সেটি পরে জানাতে পারবেন বলেও উল্লেখ করেন পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৩
এসএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।