ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বেসরকারি স্কুল-কলেজের ঈদ উৎসব ও বৈশাখী ভাতার চেক হস্তান্তর

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
বেসরকারি স্কুল-কলেজের ঈদ উৎসব ও বৈশাখী ভাতার চেক হস্তান্তর

ঢাকা: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিপ্তরের আওতায় বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের ঈদুল ফিতরের উৎসব ভাতা ও বৈশাখী ভাতার সরকারি অংশের চেক হস্তান্তর করা হয়েছে।

অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয় বলে বুধবার (১২ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

শিক্ষক-কর্মচারীরা আগামী ১৮ এপ্রিল পর্যন্ত উৎসব ভাতা এবং ১৬ এপ্রিল পর্যন্ত বৈশাখী ভাতা সংশ্লিষ্ট শাখা ব্যাংক হতে উত্তোলন করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
এমআইএইচ/এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।