ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

১২ মে ঢাকায় ইন্ডিয়া ওশান কনফারেন্সের উদ্বোধন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
১২ মে ঢাকায় ইন্ডিয়া ওশান কনফারেন্সের উদ্বোধন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোম্যাসি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীন

ঢাকা: আগামী ১২-১৩ মে ঢাকায় ইন্ডিয়া ওশান কনফারেন্স অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ মে এই সম্মেলনের উদ্বোধন করবেন।

 

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোম্যাসি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীন সাপ্তাহিক ব্রিফিং করেন।

সেহেলী সাবরীন জানান, ইন্ডিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় আগামী ১২-১৩ মে ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘ইন্ডিয়া ওশান কনফারেন্স’-এর ষষ্ঠ আসর যৌথভাবে আয়োজিত হতে যাচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলন আয়োজনের বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছেন। তিনি ১২ মে সম্মেলনের শুভ উদ্বোধন করবেন এবং সম্মেলনে আগত অতিথিদের সম্মানে তার পক্ষ থেকে একটি নৈশভোজের আয়োজন করা হবে।

ইন্ডিয়া ফাউন্ডেশন ২০১৬ সাল থেকে বিভিন্ন দেশে সেই দেশের সরকারের সাথে যৌথ আয়োজনে ইন্ডিয়া ওশান কনফারেন্স নামক এই সম্মেলন নিয়মিত আয়োজন করে আসছে।  

সম্মেলনটি মূলত ভারত মহাসাগরের উপকূলবর্তী দেশসমূহকে নিয়ে আয়োজন করা হলেও এতে পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকে।  

এ পর্যন্ত সর্বমোট পাঁচটি সম্মেলন যথাক্রমে সিঙ্গাপুর (২০১৬), শ্রীলঙ্কা (২০১৭), ভিয়েতনাম (২০১৮), মালদ্বীপ (২০১৯) ও সংযুক্ত আরব আমিরাতে (২০২১) অনুষ্ঠিত হয়েছে। ষষ্ঠ আসরটি বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সেহেলী সাবরীন জানান, প্রতিবছর সম্মেলনটিতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, মন্ত্রী, বহু-পাক্ষিক সংস্থাসমূহের প্রধান, গবেষকসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেন।  

বাংলাদেশ থেকে বিগত আসরসমূহে উচ্চ পর্যায়ের প্রতিনিধি যথা- পররাষ্ট্রমন্ত্রী (২০১৬), বাণিজ্যমন্ত্রী (২০১৭), পরিকল্পনামন্ত্রী (২০১৮), পররাষ্ট্রপ্রতিমন্ত্রী (২০১৯), সংসদ সদস্য (২০২১) অংশ নেন করেন।

বাংলাদেশে অনুষ্ঠিতব্য সম্মেলনে এক বা দুইজন রাষ্ট্রপ্রধানসহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী-মন্ত্রী এবং বিভিন্ন সেক্টরের উচ্চপর্যায়ের প্রতিনিধি, আন্তর্জাতিকভাবে স্বনামধন্য প্যানেলিস্ট, শিক্ষাবিদ, গবেষকরা অংশ নেবেন বলে আশা করা যাচ্ছে।  

১২ মে সম্মেলনের উদ্বোধনের আগে বেশ কয়েকটি প্রাক-সম্মেলন কর্মশালা হবে। আর ১৩ মে মন্ত্রী পর্যায়ের অধিবেশন হবে।

মরিশাসের রাষ্ট্রপতি সম্মেলনে অংশ নিতে ইতোমধ্যে সম্মতি জানিয়েছেন। এ ছাড়া ভুটান, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী, জাপানের ভাইস মিনিস্টার সম্মেলনে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।  

সম্মেলনের সময় ঘনিয়ে এলে অংশগ্রহণকারী মন্ত্রী এবং অন্যান্য পর্যায়ের অতিথিদের বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।  

তিনি বলেন, আঞ্চলিক রাজনৈতিক পরিমণ্ডলে আমাদের নিকটতম প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের অংশীদারত্ব এবং পরিবর্তনশীল ভূ-রাজনৈতিক এবং ভূ-অর্থনৈতিক বাস্তবতার নিরিখে বাংলাদেশে সম্মেলনটি আয়োজন বিশেষ গুরুত্ব বহন করে।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩ 
টিআর/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।