ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

নবাবপুরে শ্রমিক মেস থেকে আগুনের সূত্রপাত, ধারণা পুলিশের

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৬ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
নবাবপুরে শ্রমিক মেস থেকে আগুনের সূত্রপাত, ধারণা পুলিশের

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার নবাবপুরে ভাই ভাই গলিতে শ্রমিকদের থাকার মেস থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে পুলিশ।  

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত সোয়া একটার দিকে বাংলানিউজকে এ কথা জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. জাফর হোসেন।

তিনি জানান, রাজধানীর নবাবপুরে ভাই ভাই গুলিতে আগুন লাগলে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করে এবং আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ভাই ভাই গলিতে শ্রমিকদের থাকার জন্য কাঠের পাটাতন ও টিন দিয়ে তৈরি একটি মেস আছে। সেখানে তারা তিতাস গ্যাসের পাশাপাশি বাইরের থেকে কিনে আনা গ্যাস দিয়েও রান্না করে। ধারণা করা হচ্ছে আগুনের সূত্রপাত সেখান থেকেই। পরে সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দুটি হার্ডওয়ার ও একটি বেকারির গোডাউনে।

পুলিশের এই কর্মকর্তা জানান, ফায়ার সার্ভিস তদন্ত করে দেখবে আগুনের সূত্রপাত কোথা থেকে। এই ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ০২১১ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।