ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বিমামার উদ্যোগে নিরাপদ রাইডিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
বিমামার উদ্যোগে নিরাপদ রাইডিং ক্যাম্পেইন অনুষ্ঠিত ফাইল ছবি

ঢাকা: ঈদযাত্রা নিরাপদ করতে বাইকারদের মাঝে সচেতনামূলক কার্যক্রম পরিচালনা করলো বাংলাদেশ মোটরসাইকেল অ্যাসেম্বলার্স অ্যান্ড মানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিমামা)।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাজধানীর পুরান ঢাকার বাবুবাজার ব্রিজের সামনে নিরাপদ রাইডিং বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন ২০২৩ উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী।

এ সময় ক্যাম্পেইনে আরও উপস্থিত ছিলেন হোন্ডার চিফ ফাইনান্সিয়াল অফিসার শাহ মুহাম্মদ আশেকুর রহমান এবং হোন্ডার হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স ইসমাইল ভূইয়াঁ।

প্রধান অতিথি এ বি এম আমিন উল্লাহ নূরী বলেন, ঈদুল ফিতরে ঢাকা থেকে দেড় কোটি লোক গ্রামে চলে যায়। এই যাত্রাপথে প্রতিবছর দুর্ঘটনা ঘটে এবং ঈদ পরবর্তিতে ঢাকায় ফেরার পথেও দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনা ঠেকাতে, কমিয়ে আনতে মৃত্যুহার কমাতে হলে আমাদেরকে ট্রাফিক আইন মেনে যানবাহন চালাতে হবে। মোটরসাইকেল চালক ও আরহীদের হেলমেট পরাসহ সড়কের গতি মেনে আইন মেনে চললে নিরাপদে ঘরে ফিরতে পারবো। আমরা চাই ঈদ সবার জন্য আনন্দপূর্ণ হোক।  

 

বিমামা আজকে রাজধানীর বিভিন্ন স্থানে এই সড়ক দুর্ঘটনা এড়াতে নিরাপদ রাইডিং বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন করছে উল্লেখ করে তাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমিও তাদের সাথে একাত্মতা প্রকাশ করে চালক, পথচারীদের অনুরোধ জানাব, সবাই যেন আইন মেনে সড়কে চলি। পাশাপাশি সুশৃঙ্খলভাবে নিরাপদে ঘরে ফিরি।  

বিমামা ও উত্তরা মোটোর্সের চেয়ারম্যান মতিউর রহমান বলেন, ঈদের সময়ে নিরাপদ চলাচলের বিষয়টি সামনে আনতেই এই সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে বিমামার পক্ষ থেকে।  

মোটরসাইকেল গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিতের জন্য ভবিষৎতে এরকম কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে জানানো হয়, রাজধানীর চার বহিগমন পথে ‘ট্রাফিক নিয়ম মেনে চলি, নিরাপদে বাড়ি ফিরি’ শীর্ষক কর্মসূচিতে সচেতনতামূলক লিফলেট, স্টিকার এবং চাবির রিং বিতরণ করা হয়।

সচেতনতামূলক ক্যাম্পেইনে, রাইড করার পূর্বে বাইকের সকল ফাংশনাল যন্ত্রাংশ চেক করে নিন। রাইডিংয়ের পূর্বে প্রয়োজনীয় ডকুমেন্টস সঙ্গে নিন সঠিক সেফটি গিয়ার পরিধান করুন। সঠিক আরোহনের নিয়ম অনুসরণ করুন। সঠিকভাবে লুকিং মিরর সমন্বয় করে নিন এবং প্রতি ৮-১০ সেকেণ্ড পরপর লুকিং মিররের সাহায্যে পিছনের যানবাহনের গতিবিধি লক্ষ্য রাখুন। রাইডার সহ দুইজনের অধিক যাত্রী বহন করা থেকে বিরত থাকুন।

 

এছাড়া ট্রাফিক নিয়ম মেনে চলুন। অন্য গাড়ি থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে রাইড করুন। ব্লাইন্ড স্পট পরিহার করে রাইড করুন। সঠিকভাবে ইন্ডিকেটর ব্যবহার করুন। ব্রেকিংয়ের সময় উভয় ব্রেক ব্যবহার করুন। অপ্রয়োজনীয় হর্ন দেওয়া থেকে বিরত থাকুন। রাস্তা ব্যবহারকারী সকলের প্রতি সম্মান প্রদর্শন করুন এবং লং রাইডের ক্ষেত্রে প্রতি ৬০-৭০ কিলোমিটার বা ১- ১.৫ ঘণ্টা পরপর ১০-১৫ মিনিটের একটি বিরতি নিন, এ ধরনের সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে।  

এই সচেতনতামূলক ক্যাম্পেইন বাবুবাজারসহ গাবতলী, আব্দুল্লাহপুর ও কুতুবখালী পয়েন্টে একসাথে চলা কর্মসূচিতে বাইকারদের মাঝে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা। দিনব্যাপী কর্মসূচিতে বিমামার সহযোগী হিসেবে ছিলো বাজাজ, হোন্ডা, ইয়ামাহা ও টিভিএস।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
জিসিজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।