ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ঈদের আনন্দ নেই ভোলার জেলেপল্লিতে

ছোটন সাহা, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৩
ঈদের আনন্দ নেই ভোলার জেলেপল্লিতে

ভোলা: ঈদের আনন্দ নেই ভোলার জেলেপল্লিতে। দুই মাস ধরে পরিবার-পরিজন নিয়ে অভাব-অনটন ও অনিশ্চয়তার মধ্য দিয়ে কাটাচ্ছেন তারা।

 

ঈদের দিন ভালো খাবার তো দূরের কথা ছেলে-মেয়েদের নতুন পোশাকও কিনে দিতে পারেননি। কেউ তাদের সহায়তার হাতও বাড়ায়নি। তাই এবারের ঈদ তাদের খুশির পরিবর্তে যেন মলিন মুখ।

জেলেপল্লিতে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ভোলা সদরের ইলিশা ইউনিয়নের ফজিলত নেছা। রান্না করতে গিয়ে ভাবছেন কী রান্না করবেন। ঘরে মাছ-মাংস, তরিতরকারি বা ভালো কোনো খাবার নেই। সন্তানদের দিতে পারেননি নতুন পোশাক। স্বামী নদীতে মাছ ধরেন। টানা দুই মাস ধরে তার আয়-রোজগার বন্ধ। তাই ঈদের দিন তাদের ভালো খাবার খেতে দিতে পারবেন কি না তা জানা নেই তার।

ফজিলত নেছা বলেন, সন্তানদের সেমাই খাওয়াতে পারছি না। নতুন জামা কিনে দেব কীভাবে। আয়-রোজগার তো বন্ধ।

শুধু ফজিলত নেছা নয়, তার মতো অবস্থা জেলেপল্লির অন্যদেরও। ঈদ এলেও হাসি নেই তাদের চোখে-মুখে। পরিবার-পরিজন নিয়ে চরম সংকটে পড়েছেন তারা।

মাছ ধরা বন্ধ থাকায় ভোলার দুই লাখের বেশি জেলে বেকার সময় পার করছেন। আর তাই তাদের পরিবারে চরম অনিশ্চয়তা। এমন বাস্তবতায় সেমাই বা চাল কেনার সামর্থ্য নেই তাদের। ছেলে-মেয়েদের দিতে পারেননি নতুন পোশাক।

জেলে বধূ রিক্তা বেগম বলেন, আমার স্বামী নদীতে মাছ শিকার করেন। দুই মাস ধরে মাছ ধরা বন্ধ। ছেলে-মেয়েদের নিয়ে কষ্টে দিন কাটাচ্ছি।

জেলে সিরাজ, ইব্রাহিম ও লোকমান বলেন, নিষেধাজ্ঞা মানতে গিয়ে চরম অভাবে দিন কাটাচ্ছি, ধারদেনা করে চলছি, কিন্তু পরিবার-পরিজনকে ভালো খাবার দিতে পারছি না। ঈদেও কারও জন্য নতুন কাপড় কিনতে পারিনি।

জেলেপল্লির বাসিন্দারা বলছেন, বৃত্তবানদের বেলায় ঈদ হাসি বয়ে আনলেও জেলেপল্লিতে চলছে নিরব হাহাকার। তবুও কিছু করার নেই তাদের।

জানতে চাইলে জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লা বলেন, ভবিষ্যতে যাতে ঈদের সময় জেলেদের সহায়তা করা হয় সেই বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনবেন।

উল্লেখ্য, ইলিশের অভয়াশ্রম রক্ষায় মার্চ-এপ্রিল দুই মাস মাছ ধরা বন্ধ থাকায় চরম সংকটে পড়েছেন জেলেরা। এ সময়টায় জেলেদের ভিজিএফ চাল দিলেও তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।